বর্তমানে করোনা পরিস্থিতির কারনে মানুষের জীবন যাত্রার মান এতোটা ই কমে গেছে যে ঢাকা আনুমানিক ৫০% খালি হয়ে গেছে। যেই ঢাকাতে আসার জন্য মানুষ পাগল হয়ে থাকতো এখন কর্মহীনতার কারনে সেই প্রিয় ঢাকাকেই মানুষ ছেড়ে চলে যাচ্ছে........ঢাকার কয়েকটা জায়গা ঘুরে অনেকটা অবাক ই হয়েছি কারন যেসব জায়গাগুলো আগে লোকে পরিপূর্ণ থাকতো করোনার কারনে মাত্র ৪/৫ মাসের ব্যবধানে সেসব জায়গায় বিরাজ করছে থমথমে নিরবতা!! তবু দিন শেষে প্রতিটা মানুষ স্বপ্ন দেখে আবার সুস্থ হয়ে উঠবে পৃথিবী, করোনা মুক্ত হবে প্রতিটি দেশ আর রাজধানীবাসি পুনরায় ফিরতে পারবে তাদের প্রিয় ঢাকাতে….........